নাটোরের সিংড়া উপজেলায় এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ৬ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত, একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. আব্দুর রহিম এই আদেশ দেন। যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন সাব্বির হোসেন, রেজাউনুল ইসলাম, নাজমুল হক, রাজিবুল ইসলাম, মোহাম্মদ রিপন ও মো. শহিদুল। যাবজ্জীবন সাজা পাওয়ারা হলেন মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আতাউল ইসলাম ও রেজাউল করিম। আদালত সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম এলাকার রাজশাহী সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে একই এলাকার ধানাইদহ গ্রামের সাব্বির হোসেন। পরদিন তাকে সিংড়ায় পেট্রোবাংলা ও পরে কলমে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ ১০ বছর তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন। এছাড়া নাসির হোসেন নামে এক আসামির এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় তাকে খালাস দেয় আদালত।
নাটোরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ : April 5, 20232:52 pm
