শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:৩৭ পূর্বাহ্ন
Menu

নাটোরে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার মেয়রের গোডাউন থেকে ৩হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 12, 20223:31 pm

নাটোরে আওয়ামী লীগ নেতা ও বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়নের গোডাউন থেকে তিন হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে। বুধবার (১১ মে) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া বাজারে মেয়রের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল ষ্টোরের গোডাউন থেকে ওই তেল উদ্ধার করা হয়।  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ও র‌্যাব-৫ এর নাটোর অফিস এই অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে সয়াবিন তেল মজুদের অভিযোগে এবং বোতলজাত সয়াবিন তেল খোলা হিসেবে বেশী দামে বিক্রয়ের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয় নয়ন ডিপার্টমেন্টাল ষ্টোরকে। পরে সেগুলো উপস্থিত ক্রেতাদের সামনে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্য ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়। এসময় পাশের মামুন ষ্টোরকেও একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও তাদের মজুদকৃত ৯ কার্টুন তেল উদ্ধার করে খোলা বাজারে বিক্রি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারা দেশে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে নাটোরে এধরনের অভিযান পরিচালনা অব্যাহত আছে। ছোট-বড় সব প্রতিষ্ঠানেই এই অভিযান চলবে বলেও জানান তিনি। এদিকে, অতিরিক্ত মুনাফার লোভে সরকারকে বেকায়দায় ফেলে সরকারি দলের নেতা ও পৌরসভার মেয়রের এমন কাণ্ডে নিন্দার ঝড় উঠেছে নাটোর জুড়ে। সাধারণ ক্রেতারা বলছেন, একজন মেয়রের গোডাউনেও এভাবে তৈল মজুদ মেনে নেওয়ার মতো না। উল্লেখ্য, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আজাদুল বারীর একমাত্র সন্তান। জেলা আওয়ামী লীগের সদস্য নয়ন ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।