রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:৫৭ পূর্বাহ্ন
Menu

নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 17, 20228:02 pm

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো-সজিনা আক্তার (১০) ও সানজিদা বেগম (৬)। তারা উপজেলার নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের শাহাজাহান আলীর মেয়ে। নেকমরদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সজিনা ও সানজিদাসহ ৫ জন মিলে বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সানজিদা পানির গভীরে তলিয়ে যায়। বোন সজিনা তাকে খুঁজতে গিয়ে সানজিদা বেগমও পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গী শিশুরা বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পর তাদের দুই জনের মরদেহ ওই নদী থেকে উদ্ধার করে।

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।