মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন
Menu

নগরকান্দায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ীর মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 29, 202211:43 am

ফরিদপুরের নগরকান্দায় বাজার এলাকায় হার্ডওয়ার ব্যবসায়ী বাবু মোল্লা (৩৫) দুর্বৃত্তের হামলায় মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত বাবু মোল্লা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের চর ছাগলদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে। স্থানীয় লোকজন জানিয়েছেন, শনিবার রাতে বাবু মোল্লা তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গ্রামের বাড়ি চর ছাগলদী গ্রামে ফিরছিলেন। নগরকান্দা পৌর এলাকার চর ছাগলদী রোডের পাশে পরিত্যক্ত একটি ইট ভাটার সামনে পৌছলে আগে থেকে ওতপেতে থাকা অজ্ঞাত কয়েকজন বাবু মোল্লার ওপার হামলা চালায়। এসময় বাবু মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই স্থানীয়রা আহত বাবু মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।