শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন
Menu

ধামরাইয়ে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 4, 20228:01 am

ঢাকার ধামরাইয়ের মহাসড়কের বাথুলিতে সেলফি পরিবহন ও মালবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেলফি পরিবহনের চালক মারা যান। আহত হন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সেলফি পরিবহন ঢাকা আরিচা মহাসড়কের বাথুলি পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা মালবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অপারেশন ওসি নির্মল। তবে তিনি জানিয়েছেন নিহতের সংখ্যা বাড়তে পারে। এদিকে, মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে বেড়াতে গিয়ে মোটরসাইকেল আরোহী রাসেল নামে এক যুবক নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।