রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন
Menu

দেশ ও জাতির মঙ্গলে কাজ করে যেতে চাই, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 16, 202310:43 am

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, কখনও ভোগের রাজনীতি শিখিনি, ত্যাগের রাজনীতি শিখেছি। মহান সৃষ্টিকর্তা আমাকে ভালোবেসে এই সম্মান দান করেছেন। আমি দেশ ও জাতীর মঙ্গল কামনায় কাজ করে যেতে চাই। মঙ্গলবার ৪ দিনের সফরের দ্বিতীয় দিনে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ঐদিন সকাল সোয়া এগারোটার দিকে রাষ্ট্রপতি পাবনা প্রেস ক্লাবে এলে তাকে স্বাগত জানান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। পরে তিনি ক্লাবের ভিআইপি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবের আজীবন ও ২২তম সাধারণ সদস্য। এ সময় রাষ্ট্রপতি প্রেসক্লাবে তার নানা স্মৃতির কথা তুলে ধরে বলেন, দৈনিক বাংলার বাণীতে এক সময় কাজ করতাম। প্রেস ক্লাবের খোলা ছাদে বসে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিয়েছি। এসময় ছাত্র রাজনীতি করতে গিয়ে জেলে যাবার দিনগুলোর কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।বঙ্গবন্ধুসহ তৎকালীন জেলার বিশিষ্ট রাজনৈতিক নেতাদের নাম উল্লেখ করে তাদের রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সেই সময়ের রাজনৈতিক নেতারা ত্যাগের রাজনীতি করতেন। আমি নিজে কখনও ভোগের রাজনীতি করিনি। জ্ঞানী মানুষদের সঙ্গে থাকলে অনেক কিছু শেখা যায়। সেই সময়ে দেখেছি বাম রাজনীতি বিদরা তাদের আদর্শের বিভিন্ন নেতাদের বই ও ছবি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতেন। আমরা বঙ্গবন্ধুর ডাকে এই দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছি। দেশের প্রায় সব প্রগতিশীল আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছি। কখনও কারো কাছ থেকে সুবিধা নেয়ার চেষ্টা করিনি। বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেছি। এই পাবনা জেলায় অনেক বাম ও ডান রাজনৈতিক নেতাদের সঙ্গে তৎকালীন সময়ে জেল খেটেছি, শিখেছি অনেক কিছু। প্রেস ক্লাবে সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় মাছারাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, অধ্যক্ষ শিবজিত নাগ বক্তব্য দেন। সভার শুরুতে প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং রাষ্ট্রপতিসহ দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এর আগে রাষ্ট্রপতি পাবনা বিসিক শিল্প নগরীতে স্কয়ার সাইন্স অ্যান্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করেন। বিকেলে রাষ্ট্রপতি সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।