নিজ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা মন খারাপ অ্যাঞ্জেল ম্যাথুস। সেখানে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। এর মধ্যেই টেস্ট খেলতে বাংলাদেশে আসা কঠিন ছিল ক্রিকেটারদের জন্য। তবে ইতিবাচক কিছু নিয়ে যাওয়ার প্রত্যয় ছিল। সেটা পারায় খুশি লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার ডিকওয়েলা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘লঙ্কান হিসেবে এটা আমাদের জন্য কঠিন সময়। দেশে কী হচ্ছে বা হয়েছ সেটা পেছনে রেখেই আমরা খেলতে নেমেছিলাম। এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে চেয়েছি এবং সিরিজ জিততে চেয়েছি। দেশের মানুষের জন্য কিছু একটা সঙ্গে নিয়ে যেতে চেয়েছি। সেটা পেরেছি। এটা ইতিবাচক।’ ঢাকা টেস্টে জয় নিয়ে লঙ্কান ব্যাটার জানান, সম্প্রতি ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। এই বিষয়টা তারা পুঁজি করতে চেয়েছিলেন। রান আটকাতে চেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অসিথা ফার্নান্দোর ধরা লিটনের অসাধারণ ক্যাচটার কৃতিত্ব দিলেন তিনি। নিজের বলে ধরা ফার্নান্দোর ক্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমাদের ড্রেসিংরুম নির্ভার ছিল। আমরা জানতাম, জয় থেকে এক উইকেট দূরে আছি। অসিথা দারুণ ক্যাচ ধরার পরে ম্যাচ ঘুরে যায়। দ্বিতীয় ইনিংসে শুরু থেকে আমরা আক্রমণ করতে চেয়েছি। ফিল্ডিং ছড়িয়ে দিয়ে রান আটকেছি এবং বাউন্স দিয়ে ওদের চাপে ফেলেছি।’ ঢাকার ব্যাটিং উইকেট দেখেও বিস্মিত হয়েছেন ডিকওয়েলা। ভালো উইকেট পেয়ে অ্যাঞ্জেল ম্যাথুস এবং দিনেশ চান্দিমাল ভালো দুটি সেঞ্চুরি করেছেন। দলকে বড় রান এনে দেন, ‘তারা অভিজ্ঞ, ঐ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বড় রান তোলায় ম্যাচ জিতেছি। ওরা তরুণদের ওপর থেকে চাপ সরিয়ে নিয়েছিল। নিজেদের দায়িত্ব পালন করেছে যথাযথ ভাবে।’
দেশের কঠিন সময়ে ইতিবাচক প্রাপ্তি: খুশি ডিকওয়েলা
প্রকাশ : May 27, 20221:29 pm
