রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ডাঃ আহমেদ মাহী বুলবুল (৪০)। তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক। মগবাজারের সেঞ্চুরি আর্কেড মার্কেটে রংপুর ডেন্টাল ক্লিনিক নামে তার চেম্বার রয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে কাজীপাড়ায় মেট্রোরেলের নির্মাণাধীন স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মী আখতার শান্তি বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পারিবারিক সূত্র জানায়, ডাঃ বুলবুল গরিবের চিকিৎসক ছিলেন। করোনার লকডাউনে তিনি করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিয়েছিলেন। মগবাজারে রংপুর ডেন্টাল ক্লিনিকে অনেক গরিব রোগীর তিনি চিকিৎসা সেবা দিয়েছেন। চিকিৎসা সেবার পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। নোয়াখালীতে একটি নির্মাণ কাজের দেখাশোনা করতে রবিবার ভোরে পশ্চিম শেওড়াপাড়ার ১১৮/এফ, আনন্দবাজার বাসা থেকে বের হন। মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ভোর পৌনে ৬টার দিকে মেট্রোরেলের নির্মাণাধীন স্টেশনের একটি পিলারের কাছে ডাঃ বুলবুল দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলায় আহত ডাঃ বুলবুলকে উদ্ধার করা একজন পথচারীর উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, ওই পথচারী একটি বাস থেকে কাজীপাড়া বাসস্ট্যান্ডে নামেন। মেট্রোরেলের স্টেশনের একটি পিলারের সঙ্গে এক ব্যক্তিকে বসে থাকতে দেখেন। তার বাম উরুতে ছুরিকাঘাতের ফলে রক্তক্ষরণ হচ্ছিল। ওই ব্যক্তি নিজের শার্ট খুলে উরুতে বেঁধে দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পথচারী তাকে কাজীপাড়ায় আল হেলাল স্পেশালাইজড হসপিটালে নিয়ে যান। কিন্তু সেখানে কোন চিকিৎসা দেয়া হয়নি। ৫/১০ মিনিট পর ওই হাসপাতালের জরুরী বিভাগে ডাঃ বুলবুল জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ওই পথচারী তাকে একটি সিএনজি অটোরিক্সায় তুলে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্বৃত্তদের হাতে প্রাণ গেল চিকিৎসকের
প্রকাশ : March 28, 20224:08 am
