দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে বন্যায় ৩৯৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে শত শত মানুষ। আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, এখনও হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। ৪০ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে প্রদেশটিতে বন্যা শুরু হয়। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। টানা বর্ষণ ও গত সোমবার অতি ভারী বর্ষণে ঘরবাড়ি তলিয়ে যায়, রাস্তাঘাট ও সেতু ধসে পড়ে। দেশটির অন্যতম ব্যস্ত বন্দরে পণ্য ওঠানামায়ও ব্যাঘাত ঘটে। পণ্যবাহী কনটেইনার ভেসে যায়। বুধবার পরিস্থিতি বিবেচনায় ওই প্রদেশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়। বন্যায় বাস্তুচ্যুত হওয়া হাজার মানুষের জন্য জরুরি তহবিল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা সরকার। জানা গেছে এই বন্যায় ১২০টি স্কুল প্লাবিত হয়েছে। ফলে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে সরকার। খাদ্য ও পানির সঙ্কট দেখা দিয়েছে বন্যা দুর্গত এলাকায়। পরিস্থিতি সামাল দিতে জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সূত্র: রয়টার্স