রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ন
Menu

তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন আমির

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 22, 20217:42 am

আমির খান এবং কিরণ রাও তাদের বিবাহবিচ্ছেদের খবরে সবাইকে চমকে দিয়েছেন এদিকে, আমিরের সাথে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সম্পর্কের কথা শোনা গেছে। এবার জানা গেল তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন আমির খান।

সূত্রের খবর, ‘লাল সিং চাড্ডা’ সিনেমা মুক্তির পর তৃতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। তিনি এখনই বিয়ে করছেন না কারণ তিনি চান না তার সিনেমা ব্যক্তিগত কারণে প্রভাবিত হোক।

দঙ্গলে অভিনয়ের পর আমিরের সঙ্গে তার মন দেওয়া নেওয়া শুরু হয়েছে। আমিরের বিবাহবিচ্ছেদের পিছনে ফাতিমা অন্যতম কারণ বলে মনে করছেন ভক্তরা।

মুম্বাইয়ে ফাতিমা এবং তার পরিবারের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন আমির, এমন খবরও ছড়িয়েছে। এর আগে থাগস অব হিন্দুস্থান ছবিতে ফাতিমাকে গুরুত্বপূর্ণ চরিত্র পাইয়ে দিয়েছিলেন আমির৷
এমন কথাও শোনা গিয়েছিল। যদিও তাকে নিয়ে কিরণ ও আমিরের মনমালিন্যের কথা উড়িয়ে দিয়েছিলেন কিরণ নিজেই। তবে এখন আমির-কিরণের ডিভোর্সের পর, আমিরের সঙ্গে ফাতিমার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল।

১৯৮৬ সালে প্রথম প্রেম রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান জুনাইদ ও ইরা।
২০০২ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লাগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং পরবর্তী সময়ে ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়।
আমির রীনা দত্ত নামের এক তরুণীকে ১৯৮৬ সালের ১৮ই এপ্রিল বিয়ে করেন, এই রীনা কেয়ামত সে কেয়ামত তক চলচ্চিত্রের একটি গানে কিছুক্ষণের জন্য অভিনয় করেছিলেন। তাদের জুনায়েদ নামের একটি পুত্র এবং ইরা নামের একটি মেয়ে হয়।
রীনা আমিরের চলচ্চিত্র লগান এর প্রযোজক হিসেবে কাজ করেছিলেন। ২০০২ সালের ডিসেম্বরে আমির রীনাকে তালাক দেন এবং জুনায়েদ এবং ইরার দায়িত্ব রীনা নেন।

২০০৫ সালের ২৮শে ডিসেম্বর আমির কিরণ রাওকে বিয়ে করেন যিনি আমিরের লগান চলচ্চিত্রের পরিচালক আশুতোষ গোয়ারিকর এর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।

৩ জুলাই ২০২১ সালে স্ত্রী কিরণ রাওয়ের সাথেও বিবাহ বিচ্ছেদ হয় আমির খানের।