শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন
Menu

‘তুরিনের বুড়ি’দের পেলেই তিনি জ্বলে ওঠেন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  January 13, 20222:43 pm

করোনাভাইরাস নিয়ে সতর্কতার কারণে সান সিরোয় ৫০ শতাংশ স্বাগতিক দর্শক ঢুকতে দেওয়া হয়েছিল। ম্যাচের শেষ কিকে ইন্টার মিলান জয়সূচক গোলটি পাওয়ার পর তাঁদের উল্লাস দেখে কে!

কাল ইতালিয়ান সুপার কাপে অ্যালেক্সিস সানচেজের করা শেষ মুহূর্তের এ গোলেই জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার। ২০১০ সালের পর এই প্রথম ইতালিয়ান সুপার কাপ জিতল দলটি।

নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ছিল দুই দল। অতিরিক্ত সময়ও পেরিয়ে যাচ্ছিল। টাইব্রেকারে নামার প্রস্তুতি নিচ্ছিল দুই দল। একদম শেষ মুহূর্তে জুভেন্টাসের রক্ষণভাগের ভুলের সদ্ব্যবহার করে গোল করেন ইন্টারের বদলি হয়ে নামা চিলি ফরোয়ার্ড সানচেজ।

ইন্টারের কোচ হয়ে আসার পর এটাই প্রথম শিরোপা জয় সিমোন ইনজাঘির। তবে সুপার কাপে জুভেন্টাসকে প্রতিপক্ষ হিসেবে পেলে জয় নিয়েই মাঠ ছাড়েন ইনজাঘি। ২০১৭ ও ২০১৯ সুপার কাপে লাৎসিও কোচ হিসেবে শিরোপা জিতেছেন জুভেন্টাসের বিপক্ষে।ফর্মে থাকা সানচেজ এ ম্যাচে ইনজাঘির একাদশে থাকার প্রত্যাশা করেছিলেন। ৭৫ মিনিটে লওতারো মার্তিনেজের বদলি হয়ে মাঠে নেমে জয়সূচক গোল এনে দেওয়ায় তাঁর আনন্দিত হওয়াই স্বাভাবিক। ম্যাচ শেষেও তার রেশ ফুটল সানচেজের কথায়, ‘ভেবেছিলাম একাদশের হয়ে মাঠে নামব। কারণ ফর্মে ছিলাম। তবে কোচকে আমি সম্মান করি। জেতার জন্য মরিয়া ছিলাম…নিজেকে খাঁচায় আটক সিংহের মতো মনে হয়েছে।’ এ মৌসুমে মাত্র চার ম্যাচে ইন্টারের একাদশে সুযোগ পেয়েছেন সানচেজ।