তুরস্কের ইস্তানবুলে আন্তর্জাতিক নারী দিবসে সমাবেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার নারী। তারা প্রতিবাদ সমাবেশে নাম দিয়েছে ‘নারীবাদী নাইট মার্চ’। বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সমাবেশে অংশ নেয়া নারীরা শহরের কেন্দ্রস্থলে তাকসিম স্কোয়ারে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। বিবিসির খবরে বলা হয়, শহরের কেন্দ্রস্থলে তাকসিম স্কোয়ারে পৌঁছাতে বাধা দিলেও, মিছিলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি পুলিশ। মিছিল চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।যদিও পরে তারা তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ব্যবহার করে। মিছিল থেকে বেশ কয়েক জনকে আটকও করে পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির নারীবাদীরা। আন্তর্জাতিক নারী দিবস অন্যভাবে উদযাপন হচ্ছে তুরস্কে। দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টি দিবসটি ঘিরে একটি প্রতিবেদন ছেপেছে। এতে বলা হয়, ২০২১ সাল থেকে তুরস্কে ৬০০ জনের বেশি নারী পুরুষদের হাতে নিহত হয়েছে। যার বেশিরভাগেরই সুবিচার পাওয়া যায়নি বলে দাবি দেশটির নারী নেতাদের।
সূত্রঃ বিবিসি