শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:৫৮ অপরাহ্ন
Menu

তীব্র বাতাসের কারণে দৌলতদিয়া ফেরি ঘাট, ১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ!

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 20, 20223:42 pm

কাল বৈশাখী ঝড়ে ১ ঘণ্টা ফেরি বন্ধ থাকা, ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে নদী পারের অপেক্ষায় আটকে আছে অন্তত ৬শ যানবাহন। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় বুধবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ পৌর জামতলা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা ছিল শতাধিক। দীর্ঘ সময় ধরে আটকে থাকা যানবাহনের যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাচ্ছে হচ্ছে।  তবে দুপুরের পর হতে যানবাহনের চাপ কিছুটা কমতে শুরু করে। কাল বৈশাখী ঝড়ে ১ ঘণ্টা ফেরি বন্ধ থাকা, ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে। সূত্র মতে, বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে পদ্মা-যমুনা নদী উত্তাল হয়ে যায়। এতে সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। তীব্র বাতাসের কারণে ১ ঘণ্টা ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল। মহাসড়কে আটকে থাকা কয়েকজন ট্রাক ও কাভার্ডভ্যান চালক অভিযোগ করে বলেন, কিছু জরুরি গাড়ির সঙ্গে অনেক সাধারণ পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী কোচের চালকরা দালালদের বাড়তি অর্থ দিয়ে আগে পার হয়ে যাচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ম্যানেজার শিহাব উদ্দিন জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রীবাহী বাস, পচনশীল পণ্যবাহী যান ও জরুরি গাড়িগুলোকে অগ্রাধিকার দিয়ে নদী পার করা হচ্ছে। তিনি বলেন, নৌরুটের ১৯টি ফেরির মধ্যে দুটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে আছে। ফেরি দুটিকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রেখে মেরামত করা হচ্ছে। বর্তমানে এ রুটে ১৭টি ফেরি চলাচল করছে। তবে ঈদের আগেই ফেরির সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।