রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:৩৫ পূর্বাহ্ন
Menu

তিন ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 2, 20221:14 pm

স্প্যানিশ লা লিগায় মায়োর্কাকে ০-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ নিয়ে টানা তিন ম্যাচ হারের পর জয়ের দেখা পেল বার্সা। রবিবার ক্যাম্প ন্যুতে মায়োর্কাকে হারিয়ে লিগ টেবিলে আবারও দুই নম্বরে ফিরলো বার্সা। ঘরের মাঠে ২৫তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক বার্সা। আলবার লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের সামনে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন মেমফিস। বিরতি থেকে ফিরে এসে ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুন করে বার্সা। তরেসের প্রচেষ্টা প্রতিহত করেন সফরকারীদের এক ডিফেন্ডার। তবে ফিরতি বল পেয়ে জায়গা বানিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন বুসকেটস। ৭৯তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। সালভা সেভিয়ার দারুণ ফ্রি-কিকে ডি বক্সে ভলিতে গোলটি করেন রাইয়ো। বাকি সময়ে আরেকটি সুযোগ পেলেও নাটকীয় কিছু অবশ্য করে দেখাতে পারেনি তারা। লিগে ৩৪ ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রয়ে বার্সার পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে আছে সেভিয়া। তবে আগের দিন এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ।