দুই ছিনতাইকারীকে আটক করে রাজধানীর বংশাল থানায় নেওয়া হয়েছিল। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে নিজেদের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে তারা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টায় এই পুলিশ সদস্যদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন নজরুল ইসলাম, মো. সজীব ও তাজুল ইসলাম। সংবাদমাধ্যমকে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ জানান, বুধবার রাতে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় আনা হয়। পরে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাদের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে নজরুল ইসলামের শরীরে, সজীবের মাথায় ও তাজুল ইসলাম পেটে আঘাত পেয়েছেন। তিনি আরও বলেন, আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা এসেছেন। তবে ছিনতাইকারীদের নাম তিনি জানাতে পারেননি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।
তিন পুলিশকে ছুরিকাঘাত করল দুই ছিনতাইকারী
প্রকাশ : March 24, 202212:23 pm
