জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও সিয়াম আহমেদ। এর আগে তাদের একসঙ্গে একই সিনেমায় দেখা যায়নি। তবে এবারই প্রথম কোনো সিনেমায় দেখা যাচ্ছে তাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকটিতে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে চঞ্চল, শুভ ও সিয়ামকে।
বায়োপিকটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী এবং শওকত মিয়ার চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ।
সম্প্রতি ঢাকায় শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিং। যেখানে তারা অংশ নেন। সম্প্রতি চঞ্চল-সিয়াম ও শুভর একসঙ্গে তোলা কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। 24 নভেম্বর, তিনি ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন ‘শুভ সকাল’।
ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণ পরই তা নজর কেড়েছে দর্শকদের।
অন্যদিকে চঞ্চল চৌধুরীও গতকাল আরেকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আবার একসঙ্গে…’। এই তিন নায়ককে একসঙ্গে দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন। ‘বঙ্গবন্ধু’ প্রযোজনা করছেন বলিউড পরিচালক শ্যাম বেনেগাল।
এই বায়োপিকে বঙ্গবন্ধুর মা সায়রা বানুর চরিত্রে কাজ করার বিষয়ে চূড়ান্ত হয়েছেন দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান। ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘জানি না ঠিকভাবে করতে পারবো কিনা।
তবে ইতিহাসের অংশ হওয়ার এই সুযোগ পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি। আনন্দিত হয়েছি। এত বড় পরিচালক, নিশ্চয়ই আমাকে দিয়ে চরিত্রটা বের করে নেবেন। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়েছি।
তাঁর মা–বাবার সাক্ষাৎকার দেখেছি। আমি অপেক্ষা করছি কাজটা করার জন্য।’’
এদিকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জানা গেছে, বঙ্গবন্ধুর এই বায়োপিকে খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করবেন দেশের আরেক বহুমাত্রিক অভিনেতা ফজলুর রহমান বাবু।
অন্যদিকে একই ছবিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। দুজনেই খবরটির সত্যতা স্বীকার করেছেন।
ফজলুর রহমান বাবু বলেন, ‘বিলম্বে হলেও বঙ্গবন্ধুকে নিয়ে বড় পরিসরে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে- এটা আমাদের জন্য সবচেয়ে খুশির খবর।