শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন
Menu

তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 17, 20224:21 am

তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৬ মে) রাত পৌনে আটটার দিকে রেল স্টেশনের পাশের শ্রীপুর-গোসিংগা সড়কের রেল ক্রসিংয়ের তিনটি লাইনে এসব এঙ্গেল পড়ে যায়। এসময় ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র ট্রেনটি শ্রীপুর স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে এবং অপরদিকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গোসিংগার দিক থেকে মাওনাগামী একটি চলন্ত ট্রাকের ডালা খুলে গিয়ে স্টিলের অনেকগুলো এঙ্গেল পড়ে গিয়ে সজোরে শব্দ হয়। লোকজন ছুটাছুটি করে এলে ট্রাকচালক দ্রুত ট্রাক নিয়ে চলে যায়। শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামিমা জানান, এঙ্গেলগুলো সরানোর কাজ শেষে রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।