রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:৩০ পূর্বাহ্ন
Menu

তাপদাহে পুড়ছে উত্তর ভারত, হাসপাতালগুলোতে বাড়ছে অসুস্থ রোগীর সংখ্যা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 24, 202310:36 am

প্রচণ্ড তাপদাহে পুড়ছে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। রোজই লাফিয়ে বাড়ছে পারদ। উত্তরের সর্বত্রই তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এতে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। শুধুমাত্র মঙ্গলবারই উত্তরপ্রদেশে গাজিয়াবাদ জেলায় ১ হাজারেও বেশি মানুষ আবহাওয়াজনিত সমস্যার কারণে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গাজিয়াবাদে তাপমাত্রা এরই মধ্যে ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। শতাধিক মানুষের অবস্থা এতটাই খারাপ ছিল যে, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতেও হিট স্ট্রোক, ডায়েরিয়া, সান স্ট্রোকের রোগীর সংখ্যা বাড়ছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানসহ বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা রোজই বৃদ্ধি পাচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে লাইনে দাঁড়াতে গিয়ে অনেকে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন।চিকিৎসকেরা বলছেন, দেহ যখন অতিরিক্ত রকম উত্তপ্ত হয়ে যায় এবং সেই তাপ দেহ থেকে বেরোতে পারে না, তখন হিট স্ট্রোক হয়। শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলেও তা না কমলে দৈহিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, হতে পারে মৃত্যুও। এই তাপপ্রবাহে মানুষের হিট স্ট্রোক বা সান স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রশাসন জানিয়েছে, গাজিয়াবাদের বিভিন্ন রাস্তার জংশনে পানির ট্যাংক রাখা হয়েছে। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন মানুষকে পানি খাওয়ানোর কাজ করছে। তবুও অসুস্থ হয়ে পড়া আটকানো যাচ্ছে না। জেলা প্রশাসক আর কে সিংহ এরইমধ্যে স্থানীয় সতর্কতা জারি করেছেন।স্থানীয় প্রশাসন বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বেরোতে নিষেধ করছে। এছাড়াও সবসময় ছাতা ব্যবহার করতে বলা হচ্ছে। কিন্তু জরুরি প্রয়োজনে যারাই বাইরে যাচ্ছেন তারাও অসুস্থ হয়ে পড়ছেন।

সুত্রঃ আনন্দবাজার