বহুল প্রতীক্ষিত মিশন এক্সট্রিম সিনেমাটি মুক্তির পর সবার প্রত্যাশা এই সিনেমা দিয়ে দর্শকরা আবার সিনেমা হলে ফিরবেন।
এদিকে আরিফিন শুভকে ব্যস্ত বলে মনে করছেন মিডিয়া। সম্প্রতি ছবিটির প্রিমিয়ারে আরিফিন শুভ বলেন, আন্তর্জাতিক কাজ কারা করেছে তা এখন সবাই জানে। সবাই ভেবেছিলেন আরিফিন শুভ ইঙ্গিত দিয়েছেন শাকিবকে। তাই দেশের সবচেয়ে দামি সুপারস্টারের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন সবাই।
শাকিব খান গত মাস থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে চ্যানেল আই এওয়ার্ড প্রোগ্রাম, ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তিনি। গত ৩ ডিসেম্বর বিশ্বের তিন মহাদেশে সানী সানোয়ার পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পায়। ৪ ডিসেম্বর আর ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় নিউইয়র্কে।
ঢালিউড অ্যাওয়ার্ডের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দর্শকদের উদ্দেশে শাকিব খান বলেন, ‘এখানে (নিউইয়র্কে) আমাদের একটি ছবি মুক্তি পেয়েছে, জানেন কী? ছবির নাম মিশন এক্সট্রিম। আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি, তাহলে বাঙালি হিসেবে সবারই এই ছবিটি দেখা উচিত। ‘
প্রিমিয়ারে আরিফিন শুভর সেই বক্তব্যের পরে শাকিব খানের এমন ইতিবাচক মতামত যেন সবাইকে অবাক ও মুগ্ধ করে।
শাকিব খান বলেন, ‘কে কখন কোথায় কী বললো তা আমার জানার বিষয় নয়। আমি শুধু বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করি।
আমাদের চলচ্চিত্রের যে কোনো প্রসার, আমাদের ইন্ডাস্ট্রির জন্য লাভজনক। সেটা যার ছবিই হোক। যেই অভিনয় করুক না কেন। আমি সেটাকে আমার, আমাদের ছবিই মনে করি।
এদিকে মিশন এক্সট্রিম ফিল্মস ইউএসএ-এর মার্কেটিং হেড বায়োস্কোপ ফিল্মস-এর রাজ হামিদ বলেন, “শাকিব খানের উদারতা দেখে আমি সত্যিই মুগ্ধ। সে সত্যিকারের সুপারস্টার হিসেবে প্রমাণিত হয়েছে। সবারই ধারণা ছিল, এত কিছুর পর শাকিব খান বলবে না এই ছবিটি সম্পর্কে কিছু।