রবিবার, ০৪ Jun ২০২৩, ০৫:৩৫ পূর্বাহ্ন
Menu

ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ, চালক নিহত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 24, 20232:04 pm

ঢাকা-খুলনা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সাথে সিমেন্ট বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক মো. সুমন (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) দুপুর দেড়টায় দিকে ড্রাম ট্রাক চালক ফকিরহাটের টাউন-নওয়াপাড়া এলাকায় মহাসড়কের পাশে ট্রাক রেখে একটি মসজিদে জুম্মার নামাজ পড়তে যান। এসময় ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে সামনে থেকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক মো. সুমনের মৃত্যু হয়। নিহত সুমন মুন্সীগঞ্জের চাকিদা গ্রামের মোকলেসুর রহমানের ছেলে।দুর্ঘটনার সংবাদে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।