দীর্ঘ ৩৬ বছর পর পর্দায় আসছে হলিউড তারকা টম ক্রুজের সাড়া জাগানো ছবি ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি। টনি স্কটের পরিচালনায় যুদ্ধ ও প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবির প্রথম কিস্তি মুক্তি পায় ১৯৮৬ সালে। মুক্তির পরপরই আলোড়ন তোলে ছবিটি। তখনকার সময়ে বক্স অফিসে ঝড় তোলা এই ছবি বিশ্বব্যাপী আয় করে ৩৫ কোটি মার্কিন ডলার। এ ছবির মাধ্যমেই সারাবিশ্বে জনপ্রিয়তা পান টম ক্রুজ। এবারের ছবির নাম ‘টপ গান :ম্যাভেরিক’; যা পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন টম। সম্প্রতি ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রথম প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। আজ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি। ফলে আজ থেকে বাংলাদেশের দর্শক ছবিটি দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে।জানা গেছে, আগের ছবি শেষের ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে ‘টপ গান :ম্যাভেরিক’ ছবির গল্প। এবারের ছবিতেও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম। নতুন ছবিতে তাঁকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক ফাইটার ট্যাকটিকস প্রশিক্ষণ প্রকল্পে কাজ করতে দেখা যাবে। টম ক্রুজ ছাড়াও আগের ছবির অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এ ছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।
ঢাকায় টম ক্রুজের নতুন ছবি ‘টপ গান’
প্রকাশ : May 27, 20221:17 pm
