রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন
Menu

‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’প্রযোজনা প্রতিষ্ঠান করলেন অভিনেতা অপূর্ব

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  December 5, 202112:27 pm

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এক যুগেরও বেশি সময় ধরে নাটকে কাজ করছেন। শতাধিক নাটকে অভিনয় করে নিজেকে একজন শীর্ষস্থানীয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে এবার নতুন পরিচয়ে অভিষেক হতে যাচ্ছে তার। নিজের টাকায় নাটক নির্মাণ শুরু করেছেন এ অভিনেতা।

সম্প্রতি কেক কেটে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেছেন অপূর্ব। নাম ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিলা নূর, অভিনেতা আনন্দ খালেদ, পরিচালক মাহমুদুর রহমান হিমি প্রমুখ।
এই প্রতিষ্ঠান থেকে প্রথম নাটকটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। এর নাম ‘শুধু তুমিময়’। নিজের টাকায় বানানো প্রথম নাটকে অপূর্ব নিজেই অভিনয় করছেন। সঙ্গে নিয়েছেন সাবিলা নূরকে। যোবায়েদ আহসান রচিত নাটকটির শুটিং চলছে।

প্রযোজনায় আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অপূর্ব বলেন, “দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই আমার এই প্রয়াস। বিদেশের অভিনেতারা নিজেদের প্রোডাকশন হাউস গড়ে তোলেন। আমিও আরও ভালো করতে চাই।

আর বিশেষ করে সবার কাছে দোয়া চাই। আশা করি, সবার সহযোগিতায় খুব সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতে পারব।’

অপূর্ব যেমন তার ক্যারিয়ারে নতুনত্ব এনেছে, তার ব্যক্তিগত জীবনেও পরিবর্তন এসেছে। বিয়ের ৯ বছর পর গত বছর নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিচ্ছেদ হয় তার। এরপর ২রা সেপ্টেম্বর নতুন বাড়ি তৈরি করেন। শাম্মা দেওয়ান নামের এক মার্কিন প্রবাসীকে বিয়ে করেছেন অপূর্ব।