ইউক্রেনের ডনবাস অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেস্কের সবশেষ অঞ্চল দখলে রুশ বাহিনী এবং ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই লড়াইয়ের ফলাফল ডনবাস যুদ্ধের হারজিৎ নির্ধারণ করবে। এর আগে শহরটির অধিকাংশ এলাকা দখলে নেয় রাশিয়া। এদিকে, যুদ্ধের কারণে ১৬০ কোটি মানুষকে ভয়াবহ পরিণতি ভুগতে হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। শুধু তাই নয়, বিশ্ব মন্দাকে অবধারিত করে ফেলবে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেস্কের অধিকাংশই রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। শহরের বিভিন্ন সড়কে দু’পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। তবে অঞ্চলটির বাণিজ্যিক অংশ পুরোপুরি ইউক্রেনের দখলে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ওই অঞ্চলে রুশ বাহিনী-বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনীয়দের তীব্র লড়াই চলছে। এ লড়াই দনবাসের যুদ্ধের ফলাফল নির্ধারণ কোরবে। লুহানস্কের গভর্নর জানান, শহরের উপকণ্ঠ থেকে রুশ বাহিনীকে সরিয়ে দেয়া হয়েছে। রুশ বাহিনীর চালানো গোলা-বিমান হামলা প্রতিহতে ইউক্রেনীয় বাহিনী লড়াই করে যাচ্ছে। বলা দরকার দোনেস্ক, লুহানস্ক, সেভেরোদোনেস্ক, লিসচাস্ক নিয়ে ডনবাস রাজ্য। ঐ অঞ্চলে ইউক্রেনের দখলে থাকা সর্বশেষ অঞ্চল লিসচাস্ক। লিসচাস্কের হাসপাতাল, আশ্রয় ও ত্রাণকেন্দ্রে নির্বিচারে হামলা করছে রুশ বাহিনী। মঙ্গলবার সেভেরোদোনেস্কের আবাসিক অঞ্চল দখলের দাবি করে রাশিয়া। ডনবাসে ইউক্রেনীয় বাহিনীর জনশক্তি, অস্ত্র-সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় মস্কো। মারিওপোলের ধ্বংসস্তূপ থেকে অর্ধশতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা একে মৃত্যুর অন্তহীন কাফেলা বলেছেন। এদিকে, কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি নিশ্চিতের পক্ষে রাশিয়া-তুরস্ক একমত হলেও, অগ্রহণযোগ্য বোলে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ। জাতিসংঘের মহাসচিব জানান, রুশ-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতার কারণে ১৬০ কোটি মানুষকে করুণ পরিণতি ভুগতে হতে পারে। খাদ্য, জ্বালানি, অর্থ ব্যবস্থাপনায় ব্যাপক প্রভাব ফেলছে এই যুদ্ধ। ইন্টারন্যাশনাল ফাইনান্স জানায়, নিষেধাজ্ঞার কারণে চলতি বছর রুশ অর্থনীতি ১৫ শতাংশ সংকুচিত হতে পারে।
ডনবাসের সবশেষ অঞ্চল দখলে রাশিয়া-ইউক্রেন তুমুল লড়াই
প্রকাশ : June 9, 202210:46 am
