ঠাকুরগাঁও জেলায় এবার প্রায় নয়শো হেক্টর জমিতে চাষ করা হয়েছে লিচুর বাগান। জেলার প্রায় সব উপজেলাতেই কৃষকরা এবার লিচুর চাষ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর লিচুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৮শো ৯ মেট্রিক টন। আর বাগানগুলোর প্রায় ৯০ ভাগ গাছেই লিচু ধরেছে। বড় ধরনের কোনো দুর্যোগ না হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ বেশি লিচু হওয়ার সম্ভাবনা দেখছেন তারা। এদিকে কৃষি অফিস আশা করছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর ফলনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। প্রতিবছরের চেয়ে এবার লিচুর ফলন ভালো হওয়ায় দারুণ খুশি লিচু চাষীরা। বলছেন, গত বছর করোনার কারণে লিচুর ফলন কম হয়েছিলো। তবে এবার ক্ষতি পুষিয়ে নেয়ার কথা ভাবছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, চাষীদের থেকে লিচু সংগ্রহ করেন তারা। এর মধ্যে গোলাপী জাতের ২৫০/৩০০শ টাকা দরে একশো লিচু বাজারে বিক্রি করছেন। বর্তমানে বাজারে গোলাপি, বোম্বাই, চায়না থ্রি, চায়না টু, বেদেনা লিচুর ব্যাপক চাহিদা। বেদানা চায়না থ্রি চায়না টু জাতের লিচুর দাম একশো থেকে শুরু করে এক হাজারের ওপরে। ব্যবসায়ীরা জানিয়েছেন, লিচু বাগানে কাজ করে অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তাদের আশা, গত বছরের ক্ষতি এবছর পুষিয়ে নেবেন তারা। লিচু বাগানের মালিক বলেন, গত বছর ফলন অনেক কম হয়েছিল। এবার ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখছি’। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, এবার লিচুর ফলন ভালো হয়েছে। লিচুর গোড়ায় কোন প্রকার পোকা নেই। লিচুতে রং মেশানোও হচ্ছেনা। বাগানবাড়ি থেকে বাড়িঘর। লিচুতে ছেঁয়ে গেছে এলাকা। চাষীদের প্রত্যাশা, লিচুর এমন ফলনে তারা তাদের লাভের অংশটা তুলতে পারবেন।
ঠাকুরগাঁওয়ে এ বছর লিচুর ফলন ভালো, চাষীরা খুশি
প্রকাশ : June 7, 202210:57 am
