গোপালগঞ্জ প্রতিনিধিঃ
টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের সম্প্রসারণ (ফোর লাইনের) কাজ রাস্তার পাশ দিয়ে করার দাবিতে মুকসুদপুর উপজেলার বানিয়ার চরের শত শত ক্ষতিগ্রস্থ পরিবার সমবার সকাল ১০ টা থেকে ১১ পর্যন্ত রাস্তার দুই পাশে দাড়িয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
খোজ নিয়ে জানা যায় সড়ক ও জনপদ বিভাগ ডিপিপিতে জমা দেয়া নকশা অনুশারে সড়কের এ্যালাইমেন্ট নির্ধারন করা হয়। সে অনুযায়ী সড়কের পাশে থাকা বেশ কিছু স্থাপনা ও দোকার পাট উচ্ছেদ করা হয়। আবার স্বেচ্ছায় অনেকে তাদের স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেয়। কিন্তু আকস্মিক ভাবে সড়ক ও জনপদ বিভাগ উচ্ছেদ অভিযান বন্ধ করে দিলে সড়কের ৫০ থেকে ৬০ ফুট দুরত্তে থাকা বৌ বাজার নামের একটি মার্কেট, মন্দির সহ স্থানীয় প্রায় তিন শতাধিক মানুষ উচ্ছেদ আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। বানিয়ারচর মার্কেটের সভাপতি হরিচন্দ্র বারুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রকিম বারুরী, রিনা বাড়ৈ, জোৎস্না মজুমদার, নান্নু শেখ, ফিরোজ শেখ, বিলাল মেম্বার প্রমুখ।
গোপালগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল হোসেন বলেন, স্থানীয় প্রশাসন ও আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে ঠিক করব মহা সড়কের কাজটি কি ভাবে দ্রুত সময়ের মধ্যে সুন্দর ভাবে করা যায়। রাস্তার উন্নয়নের জন্য যাতে স্থানীয় জনগন ক্ষতির সম্মুখিন না হয় সেই বিষয়ে লক্ষ রেখেই টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের সম্প্রসারণ (ফোর লাইনের) কাজ রাস্তার শেষ করতে চাই।