রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন
Menu

টেকনাফে বজ্রপাতে ১ কৃষক ও ১ জেলে নিহত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 24, 202310:49 am

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন কৃষক ও আরেকজন মৎস্যজীবী।বুধবার বেলা ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া ও সাগর এলাকায় এ ঘটনা ঘটে। বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- হাজামপাড়ার সোনা আলীর ছেলে রহমত উল্লাহ (৪০) এবং কাদেরপাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ওরফে ধইল্যা (২০)। সকালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তারা। স্থানীয়রা জানিয়েছেন, সকালে পানের বরজে কাজ করতে যান রহমত উল্লাহ। বৃষ্টি শুরু হলে পানের বরজ থেকে বাড়ির পথে রওনা দেন। বজ্রপাতে পথেই মারা যান তিনি। আর হেলাল উদ্দিন মারা যান সাগরপাড়ে পোনা মাছ ধরার সময়।