শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন
Menu

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তৌহিদ হৃদয়ের অভিষেক

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 9, 20239:49 am

ওয়ানডে সিরিজে হারের পর এবার টাইগারদের সামনে টি-২০ চ্যালেঞ্জ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের প্রথমটিতে চট্টগ্রামে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবারের (৯ মার্চ) ম্যাচে আট বছর পর জাতীয় দলে ডাক পাওয়া রনি তালুকদার এই ম্যাচের একাদশে আছেন। অভিষেক করানো হয়েছে বিপিএলে ভালো খেলা তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়ের। এছাড়া নুরুল হাসানকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে তরুণ শামিম হোসেনকে। শুরুতে বোলিং করার বিষয়ে অধিনায়ক সাকিব জানিয়েছেন, চট্টগ্রামে বিপিএল খেললেও উইকেটে কেমন রান হবে সে বিষয়ে পরিষ্কার ধারণা না পাওয়ায় ইংল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তারা। ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ক্রিস ওকস ও মার্ক উড।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।