শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:৪৪ অপরাহ্ন
Menu

ঝড়ে ইউএনও’র গাড়ীর উপর গাছ উপরে পরে, অল্পতে জন্য প্রাণে রক্ষাপেল ইউএনও

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 28, 20226:35 pm

শনিবার দুপুরে হঠাৎ ঝড়ের কবলে পড়েন বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম ছিদ্দিকী। এসময় একটি রেইন্ট্রিগাছ উপড়ে তার গাড়িকে চাপা দিলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ঐ গাড়িতে থাকা ইউএনও ও তার ড্রাইভারসহ স্টাফদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। শরণখোলা উপজেলা নির্বাহী ইউএনও নুর ই আলম ছিদ্দিকী জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈই গ্রামের একটি পুড়ে যাওয়া ঘর দেখে উপজেলা পরিষদে ফেরার পথে ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় পশ্চিম রাজৈর কাশেমুল উলুম কওমী মাদ্রাসা এলাকায় এলে একটি রেইন্ট্রিগাছ উপড়ে গাড়ির উপর পরে গাড়িটি আটকে যায়। তখন গাড়ি থেকে বের হয়ে নিরাপদে থাকি। কারো কোনো সমস্যা না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।