ঝিনাইদহে আসন্ন পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে তার ব্যবহৃত গাড়ী। বুধবার (১ জুন) সন্ধ্যায় শহরের ধোপাঘাটা নতুন ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলসহ ৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার বিকেলে গোবিন্দপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করে শহরের ধোপাঘাটা নামক স্থানে এসে পৌঁছায় স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মীরা । এসময় নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকরা মোটরসাইকেলে শ্লোগান দিতে দিতে ঐ এলাকা দিয়ে যাচ্ছিলো। হঠাৎ স্বতন্ত্র প্রার্থীর গনসংযোগে তারা ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে হামলাকারীরা প্রার্থী ও তার ভাইসহ আরও ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে হামলাকারীরা স্থান ত্যাগ করলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা আশংকামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। এদিকে সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, এ ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর গণসংযোগে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকদের হামলা
প্রকাশ : June 2, 20226:42 am