মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ন
Menu

জয়পুরহাটে অনাবাদি জমিতে শজনে চাষ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 7, 202210:21 am

জয়পুরহাটে অনাবাদি ও পতিত জমিতে চাষ হচ্ছে শজনে। এবার ফলন বেশ ভালো হয়েছে। 

কৃষি অফিস সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলায় এবার ১ হাজার ৭০০ হেক্টর জমিতে শজনে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা কয়েছে। সদর উপজেলার মোহাম্মাদাবাদ, বম্বু, ভাদসা, দোগাছী, জামালপুর ও ধলাহার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বাড়ির পাশের অনাবাদি ও পতিত জমিতে বারোমাসি শজনের চাষ হচ্ছে। এছাড়াও কালাই উপজেলার মাত্রাই, উদয়পুর, পুনট, জিন্দারপুর ও আহম্মেদাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় পতিত জমিতে হাইব্রিড, বারোমাসি ও দেশি জাতের শজনের চাষ হচ্ছে। জেলায় শজনের চাষ দিন দিন বেড়েই যাচ্ছে। এখানকার শজনে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে বলে জানান স্থানীয় কৃষক আজহার আলী। সদর উপজেলার পাকারমাথা এলাকার শজনে চাষি মো. আজহার আলী বলেন, বাড়ির সামনে রাস্তার দুই ধারে ১০টি শজনে গাছ লাগানো হয়েছিল। গত বছর ঐসব শজনের গাছ থেকে প্রায় আট মণ শজনে বিক্রি করেছি। এবারও বাম্পার ফলন পাব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, শজনে গাছের তেমন কোনো রোগবালাই নেই বললেই চলে এবং খরচও নেই। একটু পরিচর্যা করলেই অনেক ভালো ফলন পাওয়া যায়।