রাজধানীর বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই সেখানকার সড়কের ওপরই ব্যবসা শুরু করে দিয়েছেন। জীবন টিকিয়ে রাখতেই দোকান থেকে সড়কে নেমে আসা এই ব্যবসায়ীদের অনেকেরই কোটি টাকার ব্যবসা ছিলো। তবে বঙ্গবাজার দোকান মালিক সমিতির নেতারা বলছেন, বুধবার থেকে বঙ্গবাজারের জায়গাটিতে আবারও বসার সুযোগ পাবেন সব হারানো দোকানিরা।সোমবার সকালের দিকে বঙ্গবাজারে গিয়ে সরেজমিমনে দেখা গেলো জীবনের চাকা সচল রাখতে হবে। জোগান দিতে হবে পরিবারের মুখের খাবারও। তাই পোড়া ধংসস্তুপের পাশেই সেলাই মেশিন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এক ব্যবসায়ী। মার্কেট লাগোয়া সড়কের ছোট জায়গায় ২০ হাজার টাকার পাঞ্জাবি নিয়ে বসেছেন তিনি। সেই টাকাও জোগাড় করেছেন আবার ধার করে। বঙ্গবাজারে তার দুটি দোকান ছিলো। পণ্য ছিলো কোটি টাকার উপরে কিন্তু সবই এখন অতীত। তবে সবাই সড়কে বসতে পারেননি। এমন অনেকে আছেন যারা কয়েক ঘন্টার ব্যাবধানে কোটি টাকার মালিক থেকে নিঃস্ব হয়ে এখন অন্যের সাহায্যের দিকে তাকিয়ে আছেন। সোমবার বঙ্গবাজারের পোড়াস্তুপ সরানোর কাজ চলছে। কাজের গতী বলছে আগামী কালের মধ্যেই সব বর্জ্য সরানোর কাজ শেষ হবে। এরপরই ব্যাবসায়ীদের বসানোর প্রক্রিয়া শুরু হবে। তার আগে সোমবারের মধ্যেই ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের তালিকা চুড়ান্ত করবে কর্তৃপক্ষ। এদিকে আজও বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে আইনশৃংখলা বাহিনীর শিথিলতার সুযোগে পোড়া ভাঙ্গারি নিয়ে দিনভর লুটপাট চলেছে। আর ব্যবসায়ী ও দোকানিরা দিনভর তাকিয়ে তাকিয়ে দেখেছেন।
জীবনের চাকা সচল রাখতে বঙ্গবাজারের ব্যবসায়ীরা সড়কেই ব্যবসা শুরু করেছেন
প্রকাশ : April 10, 20233:45 pm
