জার্মানির দক্ষিণাঞ্চলে একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৩ জুন) ট্রেনটি বাভারিয়া থেকে মিউনিখের দিকে যাচ্ছিলো। স্থানীয় সময় দুপুর একটা ১৫ মিনিটের দিকে গার্মিশ-পার্টেনকিরচেন নামে একটি স্কি রিসোর্টের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সময় ট্রেনটি যাত্রীতে পূর্ণ ছিল বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। আঞ্চলিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন স্কুল শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, একটি ডাবল ডেকার ট্রেনের কয়েকটি বগি গাছের মধ্যে আটকে আছে। কাত হয়ে মাটিতে পড়ে আছে আরও কয়েকটি বগি। আহতদের উদ্ধার করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার অভিযানে সহায়তা করতে অস্ট্রিয়া থেকে আসা তিনটিসহ মোট ছয়টি হেলিকপ্টার। সেইসাথে ঐ অঞ্চলে রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
জার্মানিতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৬ জন নিহত, আহত ৬০
প্রকাশ : June 4, 20225:46 am
