লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উশৃঙ্খল স্লোগানের প্রতিবাদ করায় সাবেক ছাত্রলীগ নেতা মো. জুমানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ৪৬ নেতাকর্মীর জামিন দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ রহিবুল ইসলামের আদালতে মামলার আসামিরা আত্মসর্মপণ করলে জামিন আবেদন মঞ্জুর করা হয়। আসামিপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার ও আনোয়ার হোসেন মৃধা জানান, উচ্চ আদালতের দেওয়া ৬ সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হলে লক্ষ্মীপুর জজ আদালতে আসামিদের উপস্থিত করা হয়। আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর মধ্যে বাদীর মেডিকেল সার্টিফিকেট (এমসি) আদালতে দাখিল পর্যন্ত ১-৬ নম্বর আসামির জামিন দেওয়া হয়। বাকি ৪০ জনকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। এ সময় জামিনপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু আদালতে যান।মামলার এজাহার সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ এলাকায় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আসামিরা মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উশৃঙ্খল স্লোগান দেয়। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। মিছিল থেকে তারা হামলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজতে থাকে। মামলার বাদী জুমান উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বিএনপির নেতাকর্মীদের ভয়ে উপজেলার তাজমহল সিনেমা হল এলাকার একটি দোকানে ঢুকে জুমান লুকানোর চেষ্টা করে। সেখান থেকে যুবদল নেতা আলমাসসহ আসামিদের কয়েকজন তাকে টেনে বের করে আনে। আসামিরা তাকে বেদম পেটায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে। এ সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে তার স্বর্ণের চেইন ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেওয়া হয়। ওইদিন রাতে জুমান বাদী হয়ে উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম আলমাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি সফিক ভূঁইয়াসহ ৫৩ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এদিকে ঘটনায় গত ১ মার্চ উপজেলার বামনী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. শান্ত বাদী হয়ে জেলা আদালতে যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাঙ্গালীসহ আওয়ামী লীগের ৩৮ নেতার্মীর নামোল্লেখ ও অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। আদালত বিষয়টি মামলা হিসেবে অন্তর্ভূক্ত করার জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
জামিন পেলেন বিএনপির ৪৬ নেতাকর্মী
প্রকাশ : April 20, 20223:35 pm
