ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গ্রেপ্তার সাংবাদিক ফজলে এলাহীকে জামিন দেওয়া হয়েছে। বুধবার (৮ জুন) রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাতেমা বেগম তাকে জামিন দেন। ফজলে এলাহীর জামিন পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার আইনজীবী মুক্তার আহমেদ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা–পুলিশ। জামিনের বিষয়ে আইনজীবী মুক্তার আহমেদ বলেন, ফজলে এলাহীর বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে তা জামিন পাওয়ার যোগ্য। জামিন আবেদন করার পর আজ আদালত তা মঞ্জুর করেন। স্থানীয় অনলাইন পোর্টাল পাহাড় টোয়েন্টিফোর ডটকমে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ঐ এলাকার সাবেক নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনিন আনোয়ার এই মামলা করেন। মামলার নম্বর ৮১৭/২২। চিনু বর্তমানে রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, কালের কণ্ঠ ও এনটিভির রাঙামাটি জেলা প্রতিনিধি।
জামিন পেলেন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক ফজলে এলাহী
প্রকাশ : June 8, 202210:09 am
