মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন
Menu

জামালপুরের ইসলামপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে নারীর মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 17, 20224:27 am

জামালপুরের ইসলামপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে চার সন্তানের জননী মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই নারী। জানা গেছে, নিহত নারীর নাম রাশেদা বেগম (৩৫)। তিনি মেলান্দহ উপজেলার হাতিজা গ্রামের আব্বাছ শেখের কন্যা ও বকসীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। জামালপুর রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক গোলজার হোসেন জানান, দুপুরে ট্রেনটি ইসলামপুর উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকায় পৌছলে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন ওই নারী এবং দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে মুহূর্তেই তিনখন্ড হয়ে যায় তার শরীর। তার খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। পরিবারিক সূত্র জানায়, রাশেদা ছোট থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। ২২ বছর আগে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া সাজিমারা গ্রামে তার বিয়ে হয়। গতকাল শশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি।