আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা জাতিই চায়, পদ্মার সেতু শেখ হাসিনার নামে হোক। তিনি বলেন, শেখ হাসিনার সাহসের সোনালী ফসলের নাম পদ্মা সেতু। জুনেই এ সেতু চালু করা হবে। মঙ্গলবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবনের কথা তুলে ধরে কাদের বলেন, শেখ হাসিনা না থাকলে নিজ অর্থায়নে পদ্মা সেতু হতো না। তিনি আরও বলেন, জুনেই পদ্মা সেতু উদ্বোধন হবে উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এতো অধৈর্য হবেন না। চূড়ান্ত তারিখ দিবেন জননেত্রী শেখ হাসিনা।
জাতি চায় পদ্মাসেতু শেখ হাসিনার নামে হোক: কাদের
প্রকাশ : May 17, 20228:57 am
