রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:১২ পূর্বাহ্ন
Menu

জগন্নাথপুরে সেতু দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 16, 20222:16 pm

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় নলজুর নদীর দ্বিতীয় সেতুর তিনটি পিয়ার দেবে যাওয়ায় সেতুর ওপর দিয়ে যাতায়াত বন্ধ রাখা হয়েছে।  

শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে নলজুর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে প্রচণ্ড স্রোতের সৃষ্টি হয়। সেতু এলাকায় প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় সেতুর তিনটি পিয়ার আরও বেশি দেবে যায়। খবর পেয়ে সেতুর উভয় পাশের অ্যাপ্রোচ বন্ধ করে দিয়েছেন উপজেলা ও পৌর প্রশাসন। এমন পরিস্থিতিতে সেতু দিয়ে এখন জনসাধারণের যাতায়াত বন্ধ রয়েছে। প্রায় ১শ ৩০ ফুট দৈর্ঘ্য এবং ৭ ফুট প্রস্থের এই সেতু দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ছাড়াও শত শত জনসাধারণ পায়ে হেঁটে এবং রিকশায় যাতায়াত করে আসছেন। বৃহস্পতিবার থেকে নলজুর নদীর পানি বৃদ্ধির সাথে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। শুক্রবার বিকেলে সেতুর তিনটি পিলার দেবে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সেতুটি বন্ধ করে দেন। উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম জানান, দেবে যাওয়া সেতুটি পরিদর্শন করেছি। সেতুটির নির্মাণকারী প্রতিষ্ঠানের খোজ খবর নেওয়া হচ্ছে। এলজিইডির অফিস সূত্র জানায়, সেতুটি ১৯৮৭ সালে জনসাধারণের ব্যবস্থাপনায় নির্মাণ করা হয়েছে। পৌরসভার প্রকৌশলী স্বতীশ গোস্মামী জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে জনসাধারণের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। সেতুটি দেবে যাওয়ায় জনসাধারণ চরম ভোগান্তিতে রয়েছেন।