মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন
Menu

চৌহালী উপজেলায় মুহূর্তেই যমুনায় বিলীন বসত ভিটা ও তাঁত কারখানা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  June 7, 202211:30 am

যমুনা নদীতে স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দেওয়ানগঞ্জ পাকা রাস্তার মাথায় আবারো ভাঙন দেখা দিয়েছে। সোমবার (৬ জুন) দুপুরে হঠাৎই ভাঙন শুরু হওয়ায় মুহূর্তেই অন্তত ১০টি বসতভিটাসহ ২টি তাঁত কারখানা নদী গর্ভে বিলীন হয়ে যায়। নদী ভাঙন রোধে উপজেলার অন্য জায়গায় নদীতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চললেও এখনো নেয়া হয়নি কোন ব্যবস্থা। তাই ভাঙন আতঙ্কে দিন পার করছে এই অঞ্চলের মানুষ। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। শীঘ্রই তারা ব্যবস্থা নেবেন। সোমবার দুপুরের ভাঙনের পর বসতভিটা হারিয়ে অনেকেই এখন আশ্রয় নিয়েছেন খোলা মাঠে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে চৌহালী নদী ভাঙনের কবলে থাকলেও সঠিক পরিকল্পনার অভাবেই চৌহালীকে রক্ষা করা সম্ভব হচ্ছেনা। এবারও নদীতে জিও ব্যাগ ফেলার কাজ চললেও তা চলছে ভিন্ন এলাকায়। অথচ দেওয়ানগঞ্জে ভাঙ্গন শুরু হলেও এখনো নেয়া হয়নি কোন ব্যবস্থা। আর নদী ভাঙনের কবলে পড়ে বহু স্বজন এখন আশ্রয় নিয়েছে ভিন্ন গ্রামে। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নদী ভাঙনের বিষয়টি জানানো হয়েছে। খুব শীঘ্রই তাদের কাজ শুরু করার কথা রয়েছে। ভাঙন কবলিতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। গত এক যুগ ধরে নদী ভাঙনের কবলে পড়ে চৌহালী হারাচ্ছে তার অস্তিত্ব। সঠিক পরিকল্পনা আর সময়মত নদী শাসনের কাজ না করলে চৌহালীর শেষ অংশটুকুও চলে যেতে পারে নদী গর্ভে। তাই সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রত্যাশা করছে এলাকাবাসী।