শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন
Menu

চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 26, 202210:43 am

চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক  জসিম উদ্দিন বেপারী (২৮)  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টার দিকে জেলার ফরিদগঞ্জ উপজেলার চালিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি সংলগ্ন মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চালিয়াপাড়া বেপারী বাড়ির প্রবাসী হারুনুর রশিদের ছেলে। স্থানীয় চালিয়াপাড়া গ্রামের জহিরুল ইসলাম জয় জানান, সকাল ১০ টার দিকে তিনি তার নিজের মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হন।  জসিম উদ্দিন  দুই সন্তানের জনক। সুজন (৩২) ও মহিন উদ্দিন (২০) নামে আরও দু’জন জসিম উদ্দিনকে উদ্ধার করতে গিয়ে আহত হন। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, হাসপাতালে আনার আগেই মারা যান তিনি। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ জানান, ঘটনা জানার পর বিষয়টি ফরিদগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।