পুলিশের ওপর হামলার ঘটনায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হজরত আলী ঢালী, সদস্যসচিব কাজী মোহাম্মদ ইব্রাহিমসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার আদালতে হাজিরা দিতে এলে চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিরা হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলায়মান ঢালী, যুগ্ম আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন, শামসুল আলম, মাসুদ মাঝি ও খোকন মিজি এবং সদস্য মো. ইয়াসিন। আদালতের নথি সূত্রে জানা যায়, গত ৯ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল বের করে। একে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশ বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হজরত আলী ঢালী, সদস্যসচিব কাজী মোহাম্মদ ইব্রাহিমসহ ৮৯ জনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। আসামি পক্ষের আইনজীবী এটিএম মোস্তফা কামাল বলেন, ওই ঘটনার পর তাঁরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ছিলেন। আজ নিম্ন আদালতে হাজির হলে তাঁদের জামিন নামঞ্জুর করা হয়।
চাঁদপুরে পুলিশের ওপর হামলায় ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ৯ জন কারাগারে
প্রকাশ : May 10, 20229:52 am
