ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেও কোন শান্তিচুক্তি বাস্তবায়ন করতে পারলেন না। এর আগে গত সোমবার বেলারুশ সীমান্তে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিল ইউক্রেনের প্রতিনিধিরা। তবে সেই বৈঠকে তেমন কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি। দুই দেশের মধ্যে কোনো শান্তি আলোচনার সম্ভাবনা দুরূহ বলে মনে করা হচ্ছে।
চতুর্থ বার বৈঠকে বসেও ইউক্রেন ও রাশিয়া কোন সমাধানে আসতে পারল না।
প্রকাশ : March 15, 202211:15 am
