সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:১৩ অপরাহ্ন
Menu

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে কর্মরত নার্সদের কর্মবিরতি, সুষ্ঠ বিচারের আশ্বাসে স্থগিত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  June 8, 20229:51 am

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষানবিশ চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যরত নার্সদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রতিবাদে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন নার্সরা। পরে ন্যায়বিচারের আশ্বাস পেয়ে কর্মবিরতি স্থগিত করেন তাঁরা। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হাসপাতালের পরিচালকের সম্মেলনকক্ষে বৈঠক করেন কলেজ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে জানানো হয়, কর্মবিরতি স্থগিত করা হয়েছে।