মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন
Menu

চট্টগ্রামে র‌্যাবের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 29, 202212:32 pm

চট্টগ্রামের মীরসরাইয়ে র‌্যাবের উপর হামলার সময় খোয়া যাওয়া অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। জোরারগঞ্জ থানা ওসি নুর হোসেন মামুন বলেন, শনিবার রাতে অজ্ঞাতনামা একটি ফোন থেকে কল করে জানানো হয় র‌্যাবের লুট হওয়া অস্ত্রটি বারইয়ারহাট এলাকায় রাখা আছে। ওই তথ্যের ভিত্তিতে অস্ত্রটি উদ্ধার করা হয়। এসময় একটি চিরকুটও পাওয়া যায়। তাকে লেখা রয়েছে অস্ত্রটি পাওয়ার পর আইনপ্রয়োগকারী সংস্থার ভয়ে জমা দিতে পারেনি। প্রসঙ্গত, গত ২৫ মে সন্ধ্যায় মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে গেলে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এতে র‌্যাবের ৩ সদস্য গুরুত্বর আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়। এসময় এক র‌্যাব সদস্যের অস্ত্রও ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করে র‌্যাব।