অভিমান করে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসা এক তরুণীকে কাজ দেয়ার কথা বলে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে আকবর শাহ থানা পুলিশ জানিয়েছে, শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ আরিফুল ইসলাম আরিফ (২৩), মোঃ নয়ন (২৯), আব্দুল লতিফ (২২)। এর আগে শনিবার দুপুরে আকবর শাহ থানাধীন জঙ্গল সলিমপুরের মীর আউলিয়া মাজারের পাশের ভবন থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। একইদিন সকালে তরুণীকে নির্মাণাধীন ভবনে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে তিন যুবক। আকবর শাহ থানার ওসি জহির হোসেন জানান, ওই তরুণী পরিবারের সঙ্গে রাগ করে কুমিল্লা থেকে চট্টগ্রামে আসে। পরবর্তীতে সে কুমিল্লা ফেরৎ যাওয়ার চেষ্টা করলেও টাকা না থাকায় তা সম্ভব হয়নি। মেয়েটি শাপলা আবাসিক এলাকার মাজারটির পাশে একটি বাসার সামনে বসে ছিল। ওই সময় নয়ন তার পিতা-মাতার সঙ্গে মেয়েটিকে রাখবে এবং তাকে কাজ দেবে বলে। ওই সময় আরিফ, লতিফও সেখানে আসে। তারা তিনজনই ওই তরুণীকে পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশে থাকা একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে গিয়ে মারধর করে পালাক্রমে ধর্ষণ করে।ওসি আরও জানান, তরুণীকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এদিকে রাতেই অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।
চট্টগ্রামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
প্রকাশ : May 9, 20225:23 am
