চট্টগ্রামের ৭টি কেন্দ্রে আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে এমবিবিএস ২০২১–২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধীনে মোট ১৩ হাজার ৮৯১ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, ২০২০–২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে গ্রহণ করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে থাকবে স্বাস্থ্য অধিদফতরের ৭ জন কর্মকর্তা এবং প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষকরা।এবার চট্টগ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা আগের বছরগুলোর চেয়ে বেশি। সাতটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৮৯১। এর আগে ২০২০–২১ শিক্ষাবর্ষে ১০ হাজার ৯০৫ এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষে ৬ হাজার ২৯৯ শিক্ষার্থী অংশ নিয়েছিল। যে সাতটি কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম সরকারী কলেজ, কাজেম আলী স্কুল এ্যান্ড কলেজ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ, বাওয়া স্কুল এ্যান্ড কলেজ এবং ইস্পাহানি স্কুল এ্যান্ড কলেজ।