শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Menu

গোপালগঞ্জে ২য় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি শুরু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 7, 202210:07 am

গোপালগঞ্জে টিসিবির দ্বিতীয় পর্যায়ের পণ্য বিক্রি শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ের প্রথম দিন গোপালগঞ্জ সদর উপজেলাসহ কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানি, মুকসুদপুরের একটি করে স্পটে ৩৫ জন ডিলারের মাধ্যমে ৩৫ জন ৮৯ হাজার ১০৫ জনের উপকারভোগীর মধ্যে পারিবারিক কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ করা হবে। আজ বেলা ১১টায় সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাজির বাজার এলাকায় টিসিবি পণ্য বিক্রি শুর করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন এসব এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমান টিসিবি পণ্য বিক্রি কাযক্রম পরিদর্শন করেন। টিসিবি-র পণ্যের মধ্যে রয়েছে ২ কেজি মশুর ডাল (কেজি ৬৫ টাকা), চিনি ২ কেজি (৫৫ টাকা ) এবং সয়াবিন তেল ২লিটার ( লিটার ১১০ টাকা) এবং ২ কেজি ছোলা (৫০ টাকা কেজি দরে)। কেবলমাত্র ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবি পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে।