শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:২৮ পূর্বাহ্ন
Menu

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 11, 20222:09 pm

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাইন উদ্দিন ভূঁইয়াকে অপসারণের দাবিতে বিভিন্ন শ্নোগান দেয় শিক্ষার্থীরা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমানের কাছে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম তুলে ধরে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, ক্লাস রুমের সংকট থাকলেও তিনি তিনটি ক্লাস রুম দখল করে নিজের বাস ভবন তৈরি করেছেন। স্কুলের ২৫টি কম্পিউটারের মধ্যে ১৫টি কম্পিউটার বিক্রি করে দিয়েছেন। বোর্ডকৃত নির্ধারিত রেজিস্ট্রেশন ফি’র পরিবর্তে অতিরিক্ত ফি আদায় করেছেন স্কুলের প্রদান শিক্ষক। এছাড়া টিফিনের টাকা নিয়েও দুর্নীতি করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমান বলেন, আমরা ছাত্রদের অভিযোগের কথা শুনেছি। এ ব্যাপারে তদন্তে যদি প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মাইন উদ্দিন ভুইয়া বলেন, আমি যা করেছি, তা স্কুলের স্বার্থে করেছি।

  • জেলার খবর