রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন
Menu

গোপালগঞ্জে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 28, 20229:18 am

বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দেশব্যাপী জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নানা কর্মসূচির মাধ্যমে আজকের এই দিবসটি উদযাপন করেছে গোপালগঞ্জ জেলা লিগাল এইড। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কনফারেন্স রুমে গোপালগঞ্জ জেলার বিচার বিভাগের প্রধান জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহাদাত হোসেন ভূইয়া, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, সিনিয়র চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, সিনিয়র চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুর রহমান, সিভিল সার্জন ডা. নিয়াজ মাহামুদ, সাবেক পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেল সুপার মো. ওবায়দুর হোসেন, জেলা আইনজীবী সমিতি সভাপতি সুনিল কুমার দাস, সম্পাদক এম জুলকদর রহমান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি গোপালগঞ্জ জজ কোর্ট থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে গিয়ে শেষ হয়।