শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন
Menu

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এবছর সরিষার বাম্পার ফলনের আশা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 2, 20232:24 pm

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এবছর সরিষার বাম্পার ফলনের আশা কৃষকদের মাঝে। প্রতি হেক্টরে বারি সরিষা ১৮ দুই মেট্রিক টন ফলেছে। কোটালীপাড়া উপজেলার সাদুল্যাহপুর ইউনিয়নের পাইকের বাড়ী গ্রামে আয়োজিত মাঠ দিবসে ঐ গ্রামের এক কৃষকের জমি থেকে উৎপাদিত বারি সরিষা ১৮ কর্তন শেষে পরিমাপ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় এই তথ্য জানান। কোটালীপাড়া উপজেলার পাইকের বাড়ী গ্রামে আজ অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন। কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়ের সভাপতিত্বে অনষ্ঠিত এই মাঠ দিবসে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাস, সুবর্ণা বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রশান্ত বাড়ৈ, ইউপি সদস্য বিকাশ মল্লিক, নমিতা হালদার, উপসহকারী কৃষি কর্মকর্তা রমেন হালদার, করুনা বৈদ্য সহ অনেকে বক্তব্য রাখেন। এই মাঠ দিবসে কোটালীপাড়া উপজেলার পাইকের বাড়ী গ্রামের ২ শতাধীক কৃষক ও কৃষাণী অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পাণ্ডে।