শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৪০ অপরাহ্ন
Menu

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় প্রাইভেটকারে ও মটর সাইলের আরহী সহ নিহত ৮

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 14, 202210:26 am

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল ও প্রাইভেট কারে বাসের ধাক্কায় ৮ জন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রাজিব পরিবহন, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সাতজন এবং পরে আরও একজন নিহত হন। আহত হন আরও অনেকে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

  • জেলার খবর